ময়মনসিংহ জাইকার অর্থায়নে মাছ চাষের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রকাশিত: ২৩:১৭ ২৮ মার্চ ২২

ময়মনসিংহ জাইকার অর্থায়নে মাছ চাষের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
আরিফ রববানী, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সদরে আধুনিক পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর চাষ বিষয়ক প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত উপজেলা কমিটি ময়মনসিংহ সদরের আয়োজনে ২৭ ও ২৮শে মার্চ(রবি ও সোমবার) সকাল ৯.০০ ঘটিকায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। উপজেলা পরিষদের বাস্তবায়নে এদিন প্রশিক্ষণে পুরুষ ও মহিলাসহ মোট ৫০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ সময় পিআইসি সভাপতি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলির সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- দিলীপ কুমার সাহা, জেলা মৎস্য অফিসার, ময়মনসিংহ, সিনিয়র সহকারী পরিচালক ড. ফজলুল কাবীর, উপ সহকারী পরিচালক জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশিক্ষন কোর্সটির সমন্বয়কারী রাশেদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ সভায় বক্তারা, আধুনিক পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর মাছ চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে দিকনির্দেশনাসহ দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক মৎস্য চাষীদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
Comments (0)
- সাংবাদিকরা যেন নিয়ম মেনে সাংবাদিকতা করেন জনগন যেন হয়রানী না হয়
- পত্নীতলায় রোলার উল্টে জমিতে পড়ে যুবকের মৃত্যু
- ময়মনসিংহে অবৈধ ইটভাটা বন্ধে বার বার নোটিশ করলেও আইন মানছেন না মালিকরা পর্ব-২
- মতলব উত্তর প্রেসক্লাব পরিদর্শনে ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু
- মতলব উত্তরে সৎ সঙ্গ ফাউন্ডেশনের ষাটনল ইউনিয়ন যুব ফোরামের কমিটি গঠন
- মানবাধিকার কমিশনের কমিটি গঠন সভাপতি ইয়াছিন ও সম্পাদক ইঞ্জিনিয়ার শরিফ
- মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
- দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার বিভাগীয় প্রতিনিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত