ময়মনসিংহে জেলা প্রশাসকের সাথে জাতীয় কৃষক পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় ।।
আরিফ রববানী, ময়মনসিংহ।
প্রকাশিত: ২০:২৩ ১৬ মার্চ ২১

ময়মনসিংহে জেলা প্রশাসকের সাথে জাতীয় কৃষক পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় ।।
ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক এনামুল হক এর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা মতবিনিময় করেছেন জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয় কৃষকপার্টির নেতাকর্মীরা। জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রুবেল আলী (এসডি রুবেল)এর নেতৃত্বে মঙ্গলবার (১৬ই মার্চ ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে এই সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ। সাক্ষাতে নেতৃবৃন্দ ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক এনামুল হক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ । এসময় সদস্য সচিব এমদাদুল হক মিলন,যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন আক্কাস তালুকদার, মোঃ নায়েব আলী,মোঃ হাতেম আলী, মোঃ আরিফ খান, মোঃ মনির উদ্দিন ও মোঃ আব্দুল করিম সরকারসহ জেলা জাতীয় কৃষক পাটির নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক এনামুল হক বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, কোন সরকারি দপ্তরের গাফিলতি মেনে নেওয়া হবে না। এই জেলার সমস্যা গুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নসহ সকল বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
- ময়মনসিংহের এড.আনিসুল রহমান খাঁনের মৃত্যুতে মেয়র আনিছের শোক।।
- বঙ্গবন্ধু সবসময় কৃষকের ভাগ্যউন্নয়নের কথা চিন্তা করতেন--ময়মনসিংহে এড.মোয়াজ্জেম।।
- ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
- সন্ত্রাসবিরোধী কথা বলতে গিয়ে সন্ত্রাসের শিকার হন বঙ্গকন্যা শেখ হাসিনা = অধ্যাপক ডাঃ এম এ আজিজ
- ময়মনসিংহে ২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আ'লীগের প্রতিবাদ সভা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।।
- ময়মনসিংহে ৫০০শতাধিক গাছের চারা রোপন করলেন স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ
- ২১শে আগষ্ট হামলাকারীদের শাস্তির দাবীতে ত্রিশাল উপজেলা আ'লীগের প্রতিবাদ সভা।।
- কে হচ্ছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র?