বকেয়া বাসা ভাড়ার জেরে গরম পানি দিয়ে জ্বালিয়ে দেয় রানীকে
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৯:২৪ ০৯ ফেব্রুয়ারি ২১

বকেয়া বাসা ভাড়ার জেরে গরম পানি দিয়ে জ্বালিয়ে দেয় রানীকে
ময়মনসিংহ শহরের ভাটিকাশরের ৬৯/১/১ নং বাসার ভাড়াটিয়া রানী (২৮) কে গরম পানি ঢেলে জ্বালিয়ে দেয় বাসার মালিকের মেয়ে মীম (২২) ও সুমী (২৫)। জানা গেছে,তিন মাসের বকেয়া বাসা ভাড়া পেতেন বাসার মালিক সাজু মিয়া, অভাবের কারণেই বাসা ভাড়া দিতে একটু সময় নিচ্ছিলেন রানীরা,কিন্তু তা মানতে নারাজ ছিল সাজু মিয়া ও তার পরিবার। এই নারাজের জেরে বাসার মালিক সাজু মিয়ার নির্দেশে তার মেয়ে, মীম ও সুমী মিলে পরিকল্পিতভাবে গরম পানি ঢেলে রানীর পুরো শরীর জ্বালিয়ে দেয়। রানীর স্বামী একজন অটোচালক, দিন আনে দিন খায় অসহায় এই পরিবারটি! দারিদ্র্যের সংসারে চিকিৎসার ব্যয়ভার বহন করাও অসম্ভব হয়ে দাড়িয়েছে! রানীর রয়েছে ফুটফুটে তিনটি বাচ্চা, মা বাবার কান্না দেখে তারাও কাঁদছিল অঝোরে! ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন রানী। এদিকে অসহায় রানীর পরিবারের রয়েছে তিনটি সমিতির কিস্তি, সেই কিস্তি সহ চিকিৎসার ব্যয়ভার, ও পরিবারের বরন পুষুন নিয়ে দুশ্চিন্তায় দিন খাটাচ্ছেন রানীর পরিবার, এমনকি তিনবেলা খেতেও পারছে না পরিবারটি! এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন রানী। তবে অভিযোগের ব্যাপারে এস আই কামাল জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
- এডভোকেট আনিসুর রহমান আর নেই
- বালিকার ঠোট
- ময়মনসিংহে ভিজিএফের চাল আত্মসাৎ
- সাংবাদিক ফরিদুল মোস্তফার মুক্তি দাবিতে মানববন্ধন
- দাপুনিয়ায় অবৈধ দখলদারদের কবল থেকে সরকারী সম্পদ উদ্ধারে ইউএনও'র অভিযান।।
- করোনা আক্রান্তরা যেভাবে ফুসফুসের ব্যায়াম করতে পারেন
- কবির চলে যাওয়ার ১৪ বছর
- করোনাক্রান্ত সানাই আইসিইউতে কেমন আছেন?