কে হচ্ছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র?
মাহাবুবুল আলম সোহাগ
প্রকাশিত: ১৫:০৮ ১৬ জানুয়ারি ২১

কে হচ্ছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র?
আগামী ৩০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ পৌর নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পৌরসভার জনপদ। চারদিকে বিরাজ করছে সাজ সাজ রব। এ নির্বাচন নিয়ে চায়ের কাপে উঠে গেছে ভোটের ঝড়। পৌর এলাকার সর্বত্র একটাই আলোচনা- কে হচ্ছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র? এবার ঈশ্বরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগের মোঃ হাবিবুর রহমান হাবিব (নৌকা), বিএনপির শরীফ মোঃ জুলফিকার আলী টিপু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছাত্তার কমান্ডার (নারিকেল গাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ সাফিকুর রহমান রফিক (হাত পাখা) প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। বাঙালি উৎসবপ্রিয় জাতি। যেকোনো একটা উপলক্ষ্য পেলেই মেতে উঠে আলোচনা-সমালোচনা ও আনন্দ-উল্লাসে। আর সেটা নির্বাচন হলে তো কথাই নেই। তাই তো এরই মধ্যে পৌর এলাকার বিভিন্ন অলিগলিতে শুরু হয়ে গেছে ভোটের আলোচনা। চলছে চুলচেরা বিশ্লেষণ। কে হবেন পৌরপিতা, সেই হিসেব। মনোনয়নপত্র জমা, যাচাই- বাছাই শেষে গত ১১জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী আলোচনা ব্যাপক মাত্রা পেয়েছে। ৯টি ওয়ার্ড নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ঈশ্বরগঞ্জ পৌরসভা। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫৩৪ জন। এবার মেয়র পদে লড়ছেন ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী। চলতি এ শীতকে হার মানিয়ে গত কয়েকদিন ধরে পুরোদমে জমে উঠেছে পৌর নির্বাচনের আমেজ। ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়নের কথা বলে মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। প্রার্থীরা প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েছেন এবং পৌর এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দিচ্ছেন ডজন ডজন প্রতিশ্রুতি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন , ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন নৌকার মাঝি হিসেবে। পৌরবাসীর দোয়ায় আমার বিজয় অনেকটা সুনিশ্চিত। কারণ ব্যক্তিগত ও রাজনৈতিক জনসম্পৃক্ততায়, দলীয় নেতাকর্মীদের সমন্বিত প্রয়াসে ভোট বিপ্লব ঘটানো সম্ভব হবে। তিনি বলেন, মেয়র পদটি জনগণের ভোটের মাধ্যমে অধিগ্রহণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা মাফিক সঠিক জনসেবা ও উন্নয়ন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ঈশ্বরগঞ্জ পৌরবাসীকে দিতে চাই আওয়ামীলীগ সরকারের সাফল্যের সর্বোচ্চ প্রাপ্তি। নিশ্চিত করতে চাই আগামী প্রজন্মের নিরাপদ ও মানসম্পন্ন ভবিষ্যৎ। এ শহরকে গড়ে তুলতে চাই প্রকৃত অর্থে উন্নত , আধুনিক ও শান্তি সমৃদ্ধির আবাসস্থল হিসেবে। তিনি আরও বলেন, মূলদলসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের নেতাকর্মীদের সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সচরাচরই বিদ্যমান। কারোর সাথেই আমার কোনো বৈরিতা নেই। এমনকি দলমত নির্বিশেষে উপজেলা ও পৌরসভার সকল মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সচরাচরই বিদ্যমান। যা অন্য অনেকের তুলনায় অনেকাংশে বেশিই বলে আমার বিশ্বাস। আগামী পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা চাই। এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী সাংবাদিক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মোঃ জুলফিকার আলী টিপু। তিনি বলেন, আমি সবসময় ঈশ্বরগঞ্জ পৌরবাসীর বিপদ- আপদে পাশে আছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগঠন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছি এবং দলীয় নেতা কর্মীরাও প্রচারণা চালাচ্ছে। এতে ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছি। তিনি বলেন, দেশে নির্বাচন ব্যবস্থায় চরম সংকট চলছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়না। সর্বস্তরের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনা। তবে এবার যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে এবং ভোটাররা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে শক্ত অবস্থান নিয়ে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান মেয়র আব্দুস ছাত্তার কমান্ডার। তিনি বলেন, গত নির্বাচনে পৌরবাসী আমাকে বিপুল পরিমাণে ভোট দিয়েছিল। এ নির্বাচনে আমি পৌরবাসীর আহ্বানেই নির্বাচনে অংশগ্রহণ করছি। ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এছাড়া ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে পৌরসভায় প্রচারণা চালাচ্ছে এবং দলীয় নেতা কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছে।
- ময়মনসিংহের এড.আনিসুল রহমান খাঁনের মৃত্যুতে মেয়র আনিছের শোক।।
- বঙ্গবন্ধু সবসময় কৃষকের ভাগ্যউন্নয়নের কথা চিন্তা করতেন--ময়মনসিংহে এড.মোয়াজ্জেম।।
- ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
- সন্ত্রাসবিরোধী কথা বলতে গিয়ে সন্ত্রাসের শিকার হন বঙ্গকন্যা শেখ হাসিনা = অধ্যাপক ডাঃ এম এ আজিজ
- ময়মনসিংহে ২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আ'লীগের প্রতিবাদ সভা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।।
- ময়মনসিংহে ৫০০শতাধিক গাছের চারা রোপন করলেন স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ
- ২১শে আগষ্ট হামলাকারীদের শাস্তির দাবীতে ত্রিশাল উপজেলা আ'লীগের প্রতিবাদ সভা।।
- কে হচ্ছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র?