আবারো রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ
প্রকাশিত: ২১:৪০ ১১ এপ্রিল ২২

আবারো রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ
।। প্রেস বিজ্ঞপ্তিঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এই প্রতিনিধিকে জানান, রওশন এরশাদ তার রাজনৈতিক সচিব হিসেবে গোলাম মসীহকে নিয়োগ দিয়েছেন। তিনি এখন শারীরিক অসুস্থতার জনিত কারণে চিকিৎসার জন্য থাইল্যান্ডে রয়েছেন বলে জানান একান্ত সচিব মামুন হাসান। এর আগে ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মসীহ। পরে ২০১৫ সালে সরকার তাকে রাষ্ট্রদূত করে সৌদি আরবে পাঠায় সরকার। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ একসময় দল থেকে বহিষ্কার করলে তখন তিনি কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন গোলাম মসীহ।পরে সেখান থেকেও পদত্যাগ করেন তিনি। তার পরপরই বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব হন গোলাম মসীহ। জাতীয় পার্টির সাবেক আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক সম্পাদক গোলাম মসীহ আশির দশকে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে কাজ করেছেন। এছাড়া ব্রিটিশ গ্যাস, ফ্রান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল অটোমিক, এশিয়া স্যাটেলাইটসহ বিভিন্ন কোম্পানিতে তিনি উপদেষ্টা হিসাবে ছিলেন।
Comments (0)
- ত্রিশালের বইলরে স্বতন্ত্র প্রার্থী শাহানশাহ'র বিজয় নিয়ে ঘরে ফিরতে চায় ভোটাররা
- ৫ টি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করেন মসিক মেয়র টিটু
- লায়ন মৃদুলের উদ্যোগে পঙ্গু বীর মুক্তিযোদ্ধাকে হুইল চেয়ার প্রদান
- অধ্যাপক বকুলকে পেয়ে দীর্ঘ ৩০বছর পর ভোটের আমেজে দুল্লা ইউনিয়নের পাহাড়ি অঞ্চলবাসী।
- পূর্বধলায় আওয়ামীলীগের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মাহমুদুল হাসান
- ত্রিশালে পৌর মেয়রের সাথে নবনির্বাচিত চেয়ারম্যান শাহানশা'র সৌজন্য সাক্ষাত
- ২৬ নং ওয়ার্ডকে রোল মডেল হিসেবে গড়তে চান কাউন্সিলর শফিকুল ইসলাম শফিক
- এই বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে,রওশন এরশাদ